বাংলাদেশ এবং শাহবাগ


আমরা বাংলাদেশী যারা শাহবাগ অবস্থান করছি তারা কি জানি আমরা কি করছি ? নাকি আমরা কোন একটি রাজনৈতিক দলের কাজকে সমর্থন করছি। অথবা আমি একটি ্দলকে সমর্থন করি তাই আমার প্রতিপক্ষ দলকে কোন ঠাসা করতে শাহবাগ অবস্থান করছি। নাকি আমি শুধু আবেগ বশবর্তী হহে এখানে এসেছি। আমি নিজে বলছি আমি রাজাকারদের বিচার চাই। কিন্তু আমি আমাদের দেশের কোন রাজনৈতিক  দলের অধিনে তাদের বিচার চাইনা। কেননা, আমাদের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামীলীগ এরা শুধু মাত্র নিজেদের রাজনৈতিক ফায়দা লুটবার জন্য যত ধরনের ব্যবস্থা বা কৌশল অবলম্বন করা যায় তারা তাই করবে, এটাই হল তাদের চারিত্রিক গুণাবলি। দেখলে খুব কষ্ট লাগে যে বিদেশী একটি দেশ আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাগ গালায়। এই দেশটি কি আমাদের বন্ধু রাষ্ট্র, নাকি এই দেশটি আমাদের নিয়ে ফুটবল খেলে। 

No comments:

Post a Comment

Nusraat Faria